শান্তিগঞ্জ প্রতিনিধি ::
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ-এর শিক্ষার্থীদের সাথে শেখ হাসিনার জন্মদিনের কেক আগাম কাটলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। তিনি রোববার বেলা সাড়ে ১২ টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জের শিক্ষার্থীদের সাথে নিয়ে কলেজ ক্যাম্পাসে জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের আগাম কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জের অধ্যক্ষ ডা. মনোজিৎ মজুমদার, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, ডা. সাহাদাত হোসেন, বিটিভির জেলা প্রতিনিধি অ্যাড. আইনুল ইসলাম বাবলুসহ মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ। এসময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জের শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন।