স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমার ৪২তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ ৫ জন ক্যাডারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে মঙ্গলকাটা বাজারে উত্তর সুরমা সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হুদা চপল বলেন, সুরমার উত্তর পাড়ের তিন ইউনিয়নের লক্ষাধিক মানুষের প্রাণের দাবি হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু। স্থানীয় জনপ্রতিনিধিরা এই সেতু নির্মাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি চেম্বারের সভাপতি নির্বাচিত হওয়ার পরেই ডলুরা শুল্ক স্টেশন নিয়ে কাজ শুরু করি। সদর আসনের সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়সহ সবাইকে নিয়ে আমরা সেতু নির্মাণকাজ শুরু করবো। কেউ যেন সেতু নির্মাণ নিয়ে রাজনীতি করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। সুরমার উত্তরপাড়ের যেকোন উন্নয়নে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।