স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ বিবিএল বক্সিং লিগ চ্যাম্পিয়নশিপে সিলেট বিভাগের হয়ে রানার-আপ হয়েছেন সুনামগঞ্জের জয়নুল ইসলাম জয়ের টিম। শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে সিলেট বিভাগের হয়ে খেলায় অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করে তিনি।
জয়নুলের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন তাকে।
জয়নুল ইসলাম জয় দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামের প্রয়াত গ্রাম সরকার ফজর আলীর ছেলে। ২০১৮-১৯ সালে আরব-আমিরাতে থাকার সময় জিম করেতে গিয়ে বক্সিংয়ের প্রতি আগ্রহী হন তিনি। এক পর্যায়ে সেখানকার এক বক্সিং কোচের তত্ত্বাবধানে খেলার কলাকৌশল আয়ত্ব করেন। পরে সেখানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পান। পরবর্তীতে দেশের হয়ে খেলার জন্য আরব আমিরাত ত্যাগ করে ঢাকায় নিয়মিত খেলতে থাকেন। ইতোপূর্বে বিভিন্ন প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিয়ে শিরোপা জিতেছেন তিনি।
জয়নুলের বড়ভাই প্রবাসী জিল্লুল হক ছোটভাইয়ের জন্য সকলের দোয়া চেয়েছেন।