সুনামগঞ্জ জেলা ক্ষৌরকার সংঘের কার্যক্রম ছড়িয়ে দিতে উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার ক্ষৌরকার সংঘ, ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা ক্ষৌরকার সংঘের সভাপতি অনন্ত চন্দ নিতাই ও সাধারণ স¤পাদক দ্বীজময় চন্দ স্বাক্ষরিত পত্রে এই কমিটি অনুমোদন করা হয়। ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে সুরঞ্জিত চন্দ্র শীলকে আহ্বায়ক ও অসিম চন্দ্র শীল সদস্য সচিব মনোনীত করা হয়।
কমিটি অনুমোদনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ক্ষৌরকার সংঘের সহ-সভাপতি কৌশিক চন্দ কৃষ্ণ, সহ-সভাপতি সুধা রঞ্জন চন্দ, সহ-সভাপতি অজিত চন্দ, সাধারণ স¤পাদক দ্বীজময় চন্দ, সহ-সাংগঠনিক স¤পাদক কল্যাণ দাস, অর্থ স¤পাদক টিটু কুমার বোস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিতু শীল, দফতর সম্পাদক অনিক চন্দ্র শীল। – সংবাদ বিজ্ঞপ্তি