জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ব্যাটারি চালিত রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা অটো টেম্পু, অটো রিকসা ও সিএনজি ড্রাইভার ঐক্য পরিষদের উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্টে ব্যাটারি চালিত টমটম, ইজিবাইক, মিশুকসহ রেজিস্ট্রেশনবিহীন অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পরিবহন ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়া, লাইটেস সমিতির সভাপতি বশির আহমদ আলফু।
জগন্নাথপুর সিএনজি সমিতির প্রতিষ্ঠাতা মশাহিদ মিয়ার সভাপতিত্বে ও মঞ্জু মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, সিএনজি পূর্বপাড় সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম খেজর, শ্রমিক নেতা সেবুল মিয়া, রুবেল হোসেন, মুহিব মিয়া, রানু মিয়া, জব্বার মিয়া প্রমূখ। এতে শ্রমিক নেতা ফকির আজিজসহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিবাদী শতশত চালক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান অতিথি শাহ নিজামুল করিম আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ১ অক্টোবরের মধ্যে এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।