জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার।
উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব-এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করুণাসিন্ধু তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি ওয়ালি উল্লা সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. শামীমা শাহরিয়ার এমপি বলেন, করোনার মহামারীর পর দীর্ঘ দিন স্কুল কলেজ বন্ধ থাকায় পড়ালেখা অনেকটা হয়তো পিছিয়েছি কিন্তু তা কোন ব্যাপার না। আমাদের সন্তানরা যদি নিয়মিত স্কুলে যায়, অবশ্যই সেই ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব। তিনি বলেন, আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।
এমপি শামীমা শাহরিয়ার বলেন, আজ আপনাদের কাছে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেওয়া ক্রীড়াসামগ্রীগুলো পৌঁছে দিতে।
অনুষ্ঠানে উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।