শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার দিরাই-মদনপুর রাস্তার দেবগ্রাম নামক স্থানে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস ডোবায় পড়ে ২০ জন আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে রোববার সকাল ১০টায় দিরাই-মদনপুর সড়কের দেবগ্রাম এলাকায়। গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন সিলেট থেকে একটি যাত্রীবাহী গেইট লক বাস বেপরোয়া গতিতে দিরাই যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দেবগ্রাম এলাকার ডোবায় পড়ে যায়। এসময় তড়িঘড়ি করে বাস থেকে বের হতে গিয়ে নারী-পুরুষসহ ২০ জন যাত্রী আহত হন। আহতরা হলেন দিরাই উপজেলার রাহুল রায় (৩০), রুবি দাস (২৫), মজনু মিয়া (৪০)। তাৎক্ষণিক অন্যান্য আহতদের নাম জানা যায়নি। দুর্ঘটনার পরপরই বাস চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে।
শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।