স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর-হরিনাপাটী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামালের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো. রেজাউল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাঁধন-এর মাহমুদুল হাসান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. আব্দুল আউয়াল। পরে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে বাঁধন-এর একটি দল রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু করে। অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোস্তফা কামাল, নুরুজ্জামান, সেবুল আহমদ, তারেক আহমদ, আবুল খয়ের, ইসলাম উদ্দিন, ইব্রাহিম খলিল, রুবেল হাসান, ছমরু মিয়া, সালেহ আহমদ, নুর আলম, জুবায়ের প্রমুখ।