জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জের সুরমা নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে অরাজনৈতিক সংগঠন সুপার-৬০। বুধবার দুপুরে উপজেলা পরিষদ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা কমরেড তারেক আল মঈনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, সমাজকল্যাণকর্মী আলতাবুর রহমান, রিংকু চৌধুরী, আসাদ নূর সাদিক, মোহাম্মদ আবু সুফিয়ান, আফতাহি নূর খান উদয় ও মো. আকমল হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুরমা নদীর উপর জামালগঞ্জ-সাচনা সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। এই সেতু না হওয়ায় হাজার হাজার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের এই দাবি প্রতিশ্রুতির ফাইলে রেখে বক্তৃতার মঞ্চে ব্রিজের কাজ নিয়ে শুধু সয়েল টেস্ট হচ্ছে ১৩ বছর যাবত। আমরা বিজ্রটি নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাই।