শান্তিগঞ্জ প্রতিনিধি ::
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে সেবাকুঞ্জ উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেবাকুঞ্জের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আল নূর তারেক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মো. আব্দুল মান্নান প্রমুখ।