স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে করোনা (কোভিড-১৯) হেল্প সেল-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় ও ধনপুর বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনা (কোভিড-১৯) হেল্প সেল-এর উদ্বোধন করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আবুল মনসুর মো. শওকত। এছাড়া করোনা প্রতিরোধে জনসাধারণের মধ্যে মাস্ক, সাবান ও হ্যান্ডওয়াস বিতরণ করা হয়।
ওইদিন দুপুর ১২টায় সলুকাবাদ ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহন মিয়া বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, জেলা বিএনপি’র উপদেষ্টা আব্দুস সাত্তার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. কামাল হোসেন, প্রচার সম্পাদক শাহ আলম, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ছবাব মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা রেজাউল করিম, আব্দুল লতিফ, হুমায়ুন কবির ছাদ্দক আলী, আব্দুর রহমান, হেলাল মিয়া, আবুল কাশেম, মুজিবুর রহমান, বাবর আলী, মোল্লা সাইফুল, আল-আমিন, মিজানুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ।