স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সংগঠনের পৌরবিপণিস্থ নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মো. মোজাম্মেল হক, প্রতিষ্ঠাকালীণ সাধারণ স¤পাদক মাহবুবুর রহমান পীর, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সেন পাপন, অর্থ স¤পাদক একে কুদরত পাশা, তথ্য প্রযুক্তি বিষয়ক স¤পাদক ফুয়াদ মনি তালুকদার, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক রুজেল আহমেদ, সদস্য একেএম মহিম, মাসুম হেলাল, ঝুনু চৌধুরী, দিলাল আহমদ প্রমুখ।
সভায় প্রধান নির্বাচন কমিশনার মো. মোজাম্মেল হক, নির্বাচন কমিশনার নোয়াজ উদ্দিন, নির্বাচন কমিশনার অ্যাড. মোহাম্মদ হুমায়ূন কবির, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়। সভায় বিদায়ী কমিটি নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করে।