স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা মহিলা দলের উদ্যোগে বৃহ¯পতিবার জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক হাফেজা ফেরদৌস লিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ স¤পাদক নুরুল ইসলাম নুরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল হক, আবুল কালাম আজাদ, দপ্তর স¤পাদক জামাল উদ্দিন বাকের।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের যুগ্ম স¤পাদক অ্যাড. জয়শ্রী দেব বাবলী, সাংগঠনিক স¤পাদক খাদিজা আক্তার কলি, সহ সাংগঠনিক স¤পাদক লায়লা বেগম, সহ প্রচার স¤পাদক সাবরিনা জেনী, সদস্য আফসানা রহমান, রুমি বেগম, আফসা জেবিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম স¤পাদক মমিনুল হক কালারচান, সাংগঠনিক স¤পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক মোনাজ্জির হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিত, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক স¤পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।