ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার খলাপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তিন কৃষক আহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত কৃষকরা হলেন খলাপাড়া গ্রামের কৃষক জাহেদ আলী, আবদুল মোতালিব ও শাহীন মিয়া। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওইদিন সকাল সাতটার দিকে ওই কৃষকেরা জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে ওই কৃষকেরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রঞ্জন কিশোর চাকলাদার জানান, আহতরা শঙ্কামুক্ত রয়েছেন।