স্টাফ রিপোর্টার ::
শাল্লায় ঝুমন দাশের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সাংস্কৃতিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে উদীচী শাল্লা শাখার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শাল্লা উদীচী’র সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস।
সাংস্কৃতিক স¤পাদক জয়ন্ত সেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামাপদ সরকার, বীর মুক্তিযোদ্ধা অনীল চন্দ্র দাস, জগৎ চন্দ্র দাস। আরও বক্তব্য রাখেন ঝুমন দাসের মা নীভা রাণী দাস, মেয়ে মণীকা রাণী দাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি রবীন্দ্র চন্দ্র দাস। পরে প্রতিবাদী গণসংগীত পরিবেশ করেন গণসংগীত বিষয়ক স¤পাদক ইন্দ্রজিৎ দাস, সদস্য ওদুদ মিয়াসহ অন্যরা।
সমাবেশে বক্তারা ঝুমন দাসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।