জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের জন্য ৫১ কোটি ৪১ লক্ষ ৩০ হাজার টাকার বাজেট পেশ করেছেন মেয়র আক্তার হোসেন। এতে ব্যয় দেখানো হয় ৫১ কোটি ৩৮ লক্ষ ৩০ হাজার টাকা ও উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লক্ষ টাকা।
বুধবার পৌর মিলনায়তনে বাজেট পেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেয়র আক্তার হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত পৌর সচিব প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, সাংবাদিক শংকর রায়, জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া ও সাংবাদিক রিয়াজ রহমান প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী ও গীতাপাঠ করেন প্রকৌশলী সতীশ গোস্বামী।
এ সময় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা. নয়ন রায়, পৌর কাউন্সিলর শাহিন মিয়া, জিতু মিয়া, আলাল হোসেন, ছমির উদ্দিন, নারী কাউন্সিলর শিল্পী বেগম, বাহারজান বিবি, সুবর্ণা শর্মাসহ পৌর কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।