তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের নাগরপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের নাগরপুর গ্রামের শুক্কুর আলীর মেয়ে আফরোজা (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে পুকুরে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে গিয়ে খেলা করার সময় পানিতে তলিয়ে যায় আফরোজা। এসময় অন্য শিশুদের চিৎকারে বাড়ির লোকজন তাকে পুকুর থেকে তুলে বাদাঘাট বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।