স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের সহধর্মিণী নাজরিন আক্তার, সুনামগঞ্জ পুলিশ সুপারের সহধর্মিণী সুমাইয়া আক্তার, সুনামগঞ্জ উইম্যান চেম্বারের সভাপতি হুসনা হুদা, সৈয়দা ফারহানা ইমা, রওশন সিদ্দিকা, মাহমুদা নূরী, রিমিনা আক্তার, সাবিনা বেগম, দিপা আক্তার, রুজিনা বেগম, সেলিনা বেগম, শিউলী হক প্রমুক।
মাস্ক বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। বর্তমানে করোনার সংক্রমণের হার কমলেও আত্মতুষ্টিতে ভুগলে হবে না। করোনা থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোনো বিকল্প নেই।