স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি (সহকারী পুলিশ সুপার) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জয়নাল আবেদীন। মঙ্গলবার সকালে শহরের পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত সভায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পরে সুনামগঞ্জ সদর সার্কেলে কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) জয়নাল আবেদীনকে জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত করা হয়। স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, আবু সাঈদ, পারভেজ আলম চৌধুরী।
উল্লেখ্য, সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন ২০১৯ সালের ৫ মে সুনামগঞ্জ জেলায় যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।