ধর্মপাশা প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মরহুম আলমগীর কবীরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন তালুকদার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ সভাপতি অ্যাড. আব্দুল হাই তালুকদার, সাংগঠনিক স¤পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, কলমাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম ফিরোজ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, মহিলা যুবলীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ স¤পাদক অ্যাড. ইকরাম হোসেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাফায়েত হোসেন লিটন, প্রচার স¤পাদক সেলিম তালুকদার, আলমগীর কবীরের ছোট মেয়ে জেমিন কবীর পূর্ণ, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
স্মরণসভা শেষে আলমগীর কবীরের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।