তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়।
১০ সদস্য বিশিষ্ট বালিজুরী ইউনিয়ন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি রূপক তালুকদার, সহ সভাপতি ধীরেন্দ্র বর্মণ, ননী গোপাল সিংহ, বিকাশ তালুকদার, সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক অমর তালুকদার, অলক ভট্টাচার্য, সাংগঠনিক স¤পাদক বিজয় তালুকদার, মানিক তালুকদার, বিধান তালুকদার।
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বিজন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কমিটির আহ্বায়ক মিলন তালুকদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদস্য সচিব রাজন চন্দ, ইউনিয়ন পরিষদ সচিব মহিতোষ চৌধুরী, উপজেলা কমিটির সদস্য কাজল তালুকদার, ননী গোপাল সিংহ, রূপক তালুকদার, কবিন্দ্র চন্দ প্রমুখ।