1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ডোনার সাহেবরা মাঝপথে নদীতে ভাসিয়ে দিয়ে চলে যায় : পরিকল্পনামন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

সুনামকণ্ঠ ডেস্ক ::
আমাদের সব ডোনার সাহেবরা যদি বিদায় নেন তাহলেও আমরা পারবো। আমাদের নিজস্ব স¤পদ দিয়ে চলতে পারবো। নানা নীতিমালার কথা বলে ডোনার সাহেবরা মাঝপথে নদীতে ভাসিয়ে দিয়ে চলে যায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রোববার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল (ইউসেপ) বাংলাদেশে ‘মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ইউসেপের গৌরবময় অভিযাত্রা’ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
নিউজিল্যান্ডের সমাজকর্মী লিন্ডসে অ্যালান চেইনি ১৯৭২ সালে এই প্রতিষ্ঠানটিতে দেশের সুবিধাবঞ্চিত শিশুদের স¤পূর্ণ বিনামূল্যে শিক্ষাদান ও তাদের কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেন।
সংস্থাটির কার্যক্রম এখন বাংলাদেশের ৮টি জেলায় ৫৩টি সাধারণ শিক্ষা ও ১০টি কারিগরি শিক্ষা বিদ্যালয়ের মাধ্যমে বছরে প্রায় ৪৮ হাজার শিশু অন্তর্ভুক্ত রয়েছে। ইউসেপে ইউকেএইড, অস্ট্রেলিয়ান গর্ভমেন্ট, জার্মান কর্পোরেশন ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এক সময় সহায়তা করলেও এখন বন্ধ করে দিয়েছে বলে জানান ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ। ফলে ইউসেপ পরিচালনার জন্য মন্ত্রীর কাছে নতুন নতুন প্রকল্পের আবদার করেন পারভীন মাহমুদ।
ডোনাররা চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে মন্ত্রী এমএ মান্নান আরও বলেন, আমাদের শক্তি আছে আমরা আর সহায়তা চাই না। তবে কেউ যদি সম্মান দিয়ে আমাদের পাবলিককে সালাম দিয়ে কাজ করায় করুক। ডোনারদের মাঝখানে নীতি পরিবর্তন হয়ে গেছে আর আমি দেবো না। ছয় বছর যাওয়ার পর মাঝপথে নদীতে ভাসিয়ে দিয়ে আর নাই এইগুলো আমাদের এড়াতে হবে।
তিনি বলেন, তাদের (ডোনার) নীতিমালা তারা পরিবর্তন করতেই পারে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনও বলেন না যে, উনার নীতিমালা পরিবর্তন করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী মানবিক। আমাদের দেশের দায়িত্বগুলো শেষ বিচারে আমাদেরকেই বইতে হবে। এটাই আমাদের মূল কথা। আমাদের নিজস্ব স¤পদ আগের তুলনায় অনেক বেড়েছে। আমাদের লাখ লাখ মানুষ কাজ করছে। কাজ করছে বলেই সম্পদ বেড়েছে। বক্তৃতা দিয়ে কোনো সম্পদ সৃষ্টি হয় না। স¤পদ সৃষ্টি করতে হলে কাজ করতে হবে, লোহা পেটাতে হবে, অথবা নৌকা বাইতে হবে অথবা লাঙ্গল টানতে হবে। লাখ লাখ মানুষ কাজ করছে বলেই স¤পদ সৃষ্টি হচ্ছে। এই স¤পদ আমাদের কাজে লাগাতে হবে। টেকনিক্যাল শিক্ষা কাজে লাগাতে হবে। আমাদের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের জন্য কাজ করছেন।
শিক্ষা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশে শিক্ষার ঘাটতি আছে। এই শিক্ষা দিয়ে বাকি পথ পাড়ি দেওয়া যাবে না। দেশে সাক্ষরতার হারও সম্মানজনক না। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের প্রযুক্তিগত শিক্ষা নিতে হবে।
তিনি আরও বলেন, কৃষি যান্ত্রিকীকরণ শুরু হয়ে গেছে। আমরা কৃষি পণ্য বিদেশে পাঠানোর জন্য কাজ করছি। মাছ, মাংস, ডিম ও দুধ বিদেশে পাঠাবো কারণ আমাদের দক্ষ জনশক্তি আছে।
অনুষ্ঠানের সভাপতি ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ এফসিএ উল্লেখ করেন যে ইউসেপ বাংলাদেশ দীর্ঘ ৪৯ বছর ধরে বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশু ও যুবাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে ইউসেপ বাংলাদেশে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com