ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশায় বসতবাড়িতে সবজি ও মসলা উৎপাদন প্রযুক্তি বিষয়ক দুই দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। ২০২১-২২ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।
রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে শুরু হওয়া প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুল হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। প্রশিক্ষণে ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।