স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি উপদেষ্টা মো. নূর আলম বিশ্বাস ও সহ-স¤পাদক মো. ফজলুল হককে সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, সুনামগঞ্জ জেলা শাখা উদ্যোগে শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজারস্থ হোটেল আয়ান বাবায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ স¤পাদক মো. তৌহিদ হোসেন বাবুর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট মো. আব্দুল কাদির চৌধুরী জিলানের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি উপদেষ্টা মো. নূর আলম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সহ-স¤পাদক মো. ফজলুল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের মহিলা বিষয়ক স¤পাদিকা রীনা রহমান, সুনামগঞ্জ পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক সুনুর মিয়া, সুনামগঞ্জ পৌর মৎস্যজীবী লীগের সদস্য সচিব রহিম আলম রানা, লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাদিকুর রহমান সাদিক, মোল্লাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক মো. হাবিবুর রহমান, মান্নারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক অসিত কুমার দাস প্রমুখ।