স্টাফ রিপোর্টার ::
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক অ্যাড. রনেন্দ্র তালুকদার পিংকুকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় সুনামকণ্ঠ পরিবারের আয়োজনে পত্রিকার মিলানায়তন কক্ষে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
দৈনিক সুনামকণ্ঠ স¤পাদক বিজন সেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে রনেন্দ্র তালুকদার পিংকু বলেন, এ সংবর্ধনা পেয়ে আমি গর্ববোধ করছি। বিদেশে থাকলেও আমার মনটা পড়ে থাকে সুনামগঞ্জে। সুনামকণ্ঠ যেন সবসময় মা, মাটি ও মানুষের কথা বলে এবং নির্যাতিতদের পাশে থাকে সেই কামনা করি।
তিনি সুনামকণ্ঠের উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের প্রশংসা করে বলেন, করোনা আক্রান্ত রোগীদের সুনামকণ্ঠ পরিবার যেভাবে ফ্রি অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবিদার। এক্ষেত্রে যতজন স্বেচ্ছাসেবী নিঃস্বার্থভাবে কাজ করছেন তাদের নিয়ে আমরা গর্ববোধ করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট সুখেন্দু সেন, লেখিকা নাসিমা আক্তার খানম, নমিতা দে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অণীশ তালুকদার বাপ্পু, জেলা খেলাঘরের সদস্য প্রভাষক দুলাল মিয়া, কবি শেখ একেএম জাকারিয়া, আনোয়ার হোসেন, তৈয়বুর রহমান, ফ্রী অক্সিজেন সেবা কার্যক্রমের স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।