জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে বাস টার্মিনাল না থাকায় ভোগান্তির শিকার হয়ে আসছেন যাত্রীবাহী মিনিবাস চালকরা। জগন্নাথপুর-সুনামগঞ্জ ও জগন্নাথপুর-সিলেট রুটে প্রতিদিন শতাধিক যাত্রীবাহী মিনিবাস চলাচল করছে। যদিও পৌর শহরের সি/এ মার্কেট এলাকা থেকে জগন্নাথপুর-সুনামগঞ্জ লাইনের ভাড়াটে বাস স্ট্যান্ড ও সিলেটি বাস স্ট্যান্ড এলাকায় আরেকটি ভাড়াটে জায়গায় জগন্নাথপুর-সিলেট রুটের পৃথক স্ট্যান্ড রয়েছে। এসব স্ট্যান্ডে গাড়ি রাখার জায়গা কম হওয়ায় অনেক সময় চালকরা প্রধান সড়কে গাড়ি পার্কিং করে রাখেন। এতে প্রায়ই সড়কে যানজটের সৃষ্টি হয় এবং অনাকাক্সিক্ষত ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়া বলেন, আমাদের নিজস্ব কোন টার্মিনাল না থাকায় দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ভোগান্তির শিকার হয়ে আসছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইচ্ছে করে সড়কে গাড়ি রাখতে চাই না। স্ট্যান্ডে জায়গা সংকটের কারণে অনেক সময় বাধ্য হয়ে রাখি। তাই দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সরকারিভাবে বাস টার্মিনাল স্থাপনের দাবি জানাই।