বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকার পুরানা পল্টনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাইনুদ্দিন।
সভাটি পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হয়। পরবর্তীতে সারাদেশ থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাবেশিকফো কমিটির মহাসচিব রফিকুল ইসলাম। সভাটি পরিচালনা করেন বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জি.এম. শাওন। এতে বক্তব্য রাখেন বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হারুনুর রশীদ, যুগ্ম মহাসচিব মো. রুহুল আমিন (সুনামগঞ্জ), জহিরুল ইসলাম, আবদুল জব্বার, মতিউর রহমান দুলাল, ইমরান হোসেন (ভোলা), যুগ্ম সাংগঠনিক স¤পাদক এস এম ফরিদ উদ্দিন, মো. কেফায়েত উল্লা (হবিগঞ্জ), মোখলেছুর রহমান লিটন, মো. জাহিদুল ইসলাম (দক্ষিণ সুরমা, সিলেট), যুগ্ম স¤পাদক লুৎফুর রহমান (মৌলভীবাজার), মহিলা স¤পাদিকা মাঞ্জিলা ইয়াসমিন টিউলিপ (ঢাকা), শ্যামলীসহ বিভিন্ন জেলার শিক্ষক নেতৃবৃন্দ।