স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ওয়ান এডুকেশনের শাখা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের রিভার ভিউ এলাকায় আমিন ম্যানশনের ৪তলায় শাখার উদ্বোধন করেন পৌর মেয়র নাদের বখত। এর আগে বাদ আসর ওয়ান এডুকেশনের কল্যাণ কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর, সাবেক কাউন্সিলর মোসাদ্দেক হোসেন বাচ্চু, আব্দুল্লাহ আল নোমান, ওয়ান এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা সোমা তালুকদার, পরিচালক গোলাম ফারুক, উপদেষ্টা সেলিম আহমদ প্রমুখ।
ওয়ান এডুকেশন থেকে বিদেশে উচ্চশিক্ষার জন্য ভিসা প্রসেসিং সুবিধা, আইএলটিএস প্রশিক্ষণ, মেডিকেল ভিসাসহ বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল প্রকার সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
ওয়ান এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোমা তালুকদার বলেন, এখন থেকে আইএলটিএস বা বিদেশ যেতে যে কোনও পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে, সিলেট যেতে হবে না। আইএলটিএস এবং স্পোকেন প্রশিক্ষণ দেয়ার অনেক পূর্ব অভিজ্ঞতা রয়েছে আমাদের। অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে ইংরেজি শিখে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থা করছেন।