স্টাফ রিপোর্টার ::
বাঁধনপাড়া ও শান্তিবাগ সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে মুক্তিযুদ্ধ গবেষক, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক অ্যাড. রনেন্দ্র তালুকদার পিংকুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার রাতে পৌর শহরের বাঁধনপাড়ায় শান্তিবাগ-বাঁধনপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি অমল করের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক যোগেশ্বর দাস, শিক্ষক গৌরাঙ্গ চক্রবর্তী, পৌর কাউন্সিলর গোলাম সাবেরিন সাবু, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, রমেন্দ্র তালুকদার অনু, বিভাষ দেব, রাজগোবিন্দ চক্রবর্তী, বিজন দেব, গোপেশ তালুকদার, প্রভাকর চক্রবর্তী, বিকাশ দাস, বিদ্যাপতি রায় প্রমুখ। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি গবেষক রনেন্দ্র তালুকদার পিংকুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।