স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিদের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২০- ২০২১ অর্থ বছরের আওতায় ৩০ জন উপকারভোগীর মধ্যে দুই লক্ষ টাকার পোনা বিতরণ করা হয়। পরে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে ১৪ জন খামারিদের মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস, সদর উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, জেলা আওয়ামী লীগের মানবস¤পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেলা পরিষদ সদস্য হোসেন আলী, ইউপি চেয়ারম্যান নূরুল হক, ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয় প্রমুখ।