স্টাফ রিপোর্টার ::
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সুনামগঞ্জ সদর উপজেলার ৫০ জন গরিব, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সহায়তা বিতরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান শাহরিয়ার, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাডভোকেট আবুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আনোয়ার হোসেন, পিআইও মানিক মিয়া, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলু প্রমুখ।