তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তাহিরপুর সদর মধ্য বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলার ৭টি ইউনিয়নে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আহ্বায়ক মিলন তালুকদার, যুগ্ম আহ্বায়ক সুষেন বর্মন, সদস্য সচিব রাজন চন্দ ও সংগঠনের সদস্য শিক্ষক নিহার রঞ্জন তালুকদার, কাজল তালুকদার, সুমিত দাস, সত্যময় বর্মণ, নিপু দাস, বিপুল সরকার, কবিন্দ্র চন্দ উপস্থিত ছিলেন।