স্টাফ রিপোর্টার ::
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অদিফতরের আয়োজনে মতবিনিময় সভা এবং সফল মৎস্যজীবীদের পুরস্কার দেয়া হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য অফিসার সুনীল মণ্ডলের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি বলেন, মৎস্যজীবীরা মাছ চাষ করার কারণে দেশে সব ধরনের মাছ পাওয়া যায় এবং দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে মাছ রপ্তানি করা হয়। মাছ চাষের ফলে দেশে বেকারত্ব দূর হচ্ছে এবং অনেক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। দেশের প্রতিটি শিক্ষিত বেকার যুবক যেন চাকরির পিছনে না ছুটে নিজ থেকে কিছু করার চেষ্টা করে এই প্রত্যাশা করি। তিনি বেকার যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) আল ইমরান রুহুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার প্রমুখ।