স্টাফ রিপোর্টার ::
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুনামগঞ্জ সদর এপি’র উদ্যোগে শহরের দরিদ্র লোকদের মধ্যে রিকসা ও মুদিসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে সুনামগঞ্জ সদর এপির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ১২ জন দরিদ্র লোকদের মধ্যে একটি করে রিকসা এবং ৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুদিসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা জয়ন্ত মোহন সরকার। প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান শাহারীয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিটন চন্দ্র সূত্রধর, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমেদ নুর ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিলেটের কর্মকর্তা ড. রুহুল আমিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার উত্তম হালদার। সবশেষে সুনামগঞ্জ পৌর এলাকার উপকারভোগীদের মধ্যে রিকসা ও মুদিসামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।