জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস কর্তৃক মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন কাজী মোহাম্মদ শাহেদ আলী। তিনি দীর্ঘদিন যাবৎ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে নিকাহ রেজিস্ট্রার ও কাজী হিসাবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করায় গত ২৩ আগস্ট ২০২১ইং তারিখে তাঁকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান অ্যাড. মো. মনির হোসেন, মহাসচিব এম এইচ আরমান চৌধুরীসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ সুপার হিসেবে ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক প্রাপ্ত হন কাজী মোহাম্মদ শাহেদ আলী। – বিজ্ঞপ্তি