স্টাফ রিপোর্টার ::
সারাদেশে পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে ৫০০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। দেশের প্রত্যেক জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে একটি করে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হচ্ছে কোভিড-১৯ রোগীদের সেবায়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাধীন দাসের উপস্থিতিতে দিরাই উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এ সিলিন্ডার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক দিরাই শাখার শাখা ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) খলিল মিয়া, জুনিয়র অফিসার পীযুষ কান্তি দাস প্রমুখ।