স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। কিন্তু এর সাথে জড়িত চিহ্নিত চোরাচালানকারী কাউকে আটক করতে পারেনি। বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে ট্যাকেরঘাট বিওপির টহল দল এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ৫০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে। এর আনুমানিক মূল্য ৬ হাজার ৫০০ টাকা।
অপরদিকে মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে লাউরগড় বিওপির টহল পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ৬০০ কেজি ভারতীয় কয়লা, ইঞ্জিনসহ ৫টি বারকি নৌকা আটক করে। এর আনুমানিক মূল্য ৪ লক্ষ ৭৭ হাজার ৮০০টাকা।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক পিএসসি পরিচালক তসলিমা এহসান বলেন, আটককৃত কয়লা, ইঞ্জিনসহ বারকী নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।