তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার হতদরিদ্র গ্রামীণ নারীদের দারিদ্রতা থেকে মুক্তি এবং তাদের খাদ্য ও পুষ্টি উন্নতকরণের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আইসিভিজিডি প্রকল্পের এ সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির।
প্রকল্পের ট্রেনিং অফিসার ফাহমিদা আজাদের সঞ্চালনায় অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন প্রমুখ।