জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামে কয়েকটি চিতাবাঘ রয়েছে। এসব বাঘের কারণে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে উঠেছেন। প্রায়ই রাতের আঁধারে এসব বাঘ মানুষের বাড়ি-ঘরে গিয়ে হানা দেয়। শিকার করে হাঁস, মোরগ, গবাদিপশু ও ফিসারির মাছ। অবশেষে উত্তর দাওরাই গ্রামের সাইফুল আলম ছাদসহ তার লোকজন কৌশলে ফিসারির মাছ শিকার করতে আসা একটি চিতাবাঘকে লোহার খাঁচায় আটক করেন। সোমবার আটককৃত বাঘকে বন বিভাগ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।