জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে উৎসুক জনতার ঢল নামে হাওর পাড়ে।
মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামের হাওরে খাসিলা গ্রামবাসীর উদ্যোগে মিনি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গ্রাম থেকে আসা আল্লাহ ভরসা, পঙ্খিরাজ, পবনরাজ, সোনার বাংলা, রাজ পঙ্খি, জালালী পরিবহন, জল পবন, মন পবন, বাংলার মাটি, শাহজালাল জল পবন, ফুলতলি, রাঙ্গা পবন, তুফান ও উড়াল পবনসহ ছোট ছোট ১৩টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারকমণ্ডলী হিসেবে রয়েছেন সৈয়দ ইর্শ¦াদ আলী, সৈয়দ আলতাফুর রহমান, আবদুল তারিফ, শিপন মিয়া তালুকদার, বশর মিয়া তালুকদার, আনোয়ার আলী, আমিরুল হক, আবদুস সোবহান, আবদুল কাহার, স্থানীয় ইউপি সদস্য অর্জুন দাস, সৈয়দ জমির আলী, সৈয়দ আমির হোসেন প্রমুখ। প্রতিযোগিতায় পুরস্কার দাতারা হলেন, শিপন মিয়া তালুকদার, নিখিল পাল, সৈয়দ আমির হোসেন ও আনোয়ার বেগ।
এদিকে, গ্রাম বাংলার জনপ্রিয় নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে শত শত জনতার ঢল নামে আশপাশের এলাকায়। এছাড়া গত কয়েক দিন আগে খাসিলা গ্রামের ডায়না মিয়া, আলীনুর, সৈয়দ হাফিজুর রহমান ও সৈয়দ আমির হোসেনের উদ্যোগে আরেকটি মিনি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।