জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন থাকলেও এবার করোনার কারণে তা সংক্ষিপ্ত করা হয়েছে। সোমবার ধর্মীয় সভা, গীতা পরায়ন, গীতা স্লোক, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ সংক্ষিপ্ত পরিসরে নানা কর্মসূচি পালন করা হয়। জগন্নাথপুর উপজেলা জন্মাষ্টমী উদযান পরিষদের আহ্বায়ক হীরা মোহন দেবের সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পালের পরিচালনায় ধর্মীয় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ভারপ্রাপ্ত পৌর সচিব প্রকেশৗলী সতীশ গোস্বামী, বিশিষ্ট ব্যবসায়ী সুধাংশু শেখর রায় বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, ব্যবসায়ী শশী কান্ত গোপ, পরিষদের সদস্য সচিব দেবাশীষ তালুকদার, বিভাষ দে প্রমুখ।