ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেনকে হেয় করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অপহরণের অভিযোগ তোলায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাদিম কবিরকে বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তুঘলক আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, জাতীয় শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাকিল মাহমুদ খান, ছাত্রলীগ নেতা তাসিনুল হক রাফি, মোমেন আহমেদ রাজ, মাহবুব হাসান লোটাস প্রমুখ।