জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে যাত্রীবাহী মিনিবাস ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার জগন্নাথপুর পৌর সদরের মাদ্রাসা পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে মিনিবাসের সামনের গ্লাস ভেঙে বাস চালক জুবায়ের মিয়া ও যাত্রী অনুভূতি বিশ্বাস গুরুতর আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় অনেকে জানান, মিনিবাসের ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটে।