ধর্মপাশা প্রতিনিধি ::
আসন্ন দুর্গাপূজা ও জন্মাষ্টমীকে উপলক্ষে ধর্মপাশায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে থানা পুলিশের উদ্যোগে থানার হল রুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী।
এসআই আরিফুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক যতিন্দ্র চন্দ্র সরকার, হিন্দু মহাজোটের সভাপতি সুশীল চন্দ্র সরকার, মহামায়া যুবসংঘের সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সংঘের সভাপতি তরুণ বর্ধন, রাধা গোবিন্দ মন্দিরের সহ-সভাপতি মতিলাল দেবনাথ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য অসীম চন্দ্র শীল প্রমুখ।