স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত মমিনুল মউজদীন স্মরণে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৪টি দলের অংশগ্রহণে সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতুর পশ্চিম পাশে বসুন্ধরা ফুটবল মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। শুক্রবার ফাইনাল খেলায় সুরমা ফাইটার্স বনাম ঝর্ণা এফসি মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ২-০ গোলের ব্যবধানে সুরমা ফাইটার্স জয়লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান গণিউল সালাদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসন গবেষক দেওয়ান সামারীন রাজা চৌধুরী, সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সৌমিত্র রায় তাপস, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আহসান জামিল আনাস, সমাজসেবী পলক মিয়া, বাসিত মিয়া, মুহামুদ্দিন, মনাই মিয়া, সুমু এষ, জামিল, জোসেফ প্রমুখ।