1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

শহীদনূর আহমেদ ::
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার। ইসি’র এই ঘোষণার পরপর সরব হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে শুরু করেছেন দৌড়ঝাঁপ। পাশাপাশি প্রচার-প্রচারণায় নেমেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের প্রার্থীগণ। জানান দিচ্ছেন নিজের অবস্থান।
করোনা পরিস্থিতির দুঃসময় কাটিয়ে নির্বাচনী হাওয়ায় ক্ষমতার পালাবদলের জানান দিচ্ছেন অনেক প্রার্থী। ইসি’র এই ঘোষণা কার্যকর হলে হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলায় শরৎ-হেমন্তের মাঝামাঝিতে ইউপি নির্বাচনের ঢাকঢোল বাজতে পারে বলে এমন ধারণা বিশ্লেষকদের।
গত ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জের ৮৮ ইউনিয়নের মধ্যে সিংচাপইড় ও নোয়ারাই ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির অবনতি ও লকডাউনের কারণে সারাদেশের ন্যায় জেলায় আর ইউপি নির্বাচনের আয়োজন হয়নি। গত ২৩ আগস্ট এক সভায় ইউনিয়নের নির্বাচনের পূর্বাভাস দেন নির্বাচন কমিশনার নূরুল হুদা। আগামী ডিসম্বেরের মধ্যে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতির কথাও জানান।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিন-তারিখ ঘোষণা না হলেও প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি মাথায় রেখে অনেকেই নির্বাচনের পথে হাঁটা শুরু করেছেন। এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা শুভেচ্ছা, অভিনন্দন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থানের কথা জানান দিচ্ছেন। তাছাড়া নিজ নিজ এলাকায় চলছে কৌশলী প্রচার-প্রচারণা। প্রার্থীদের অনেকেই দলীয় প্রতীক বাগিয়ে নিতে জেলা থেকে কেন্দ্র পর্যন্ত শুরু করেছেন লবিং তোড়জোড়। দলীয় প্রতীককে অনেকেই সোনার হরিণ মনে করছেন। এ প্রতীক কোনোভাবে বাগিয়ে আনতে পারলেই নির্বাচনী বৈতরণী পার হওয়া সহজ হবে বলে অনেকে মনে করছেন।
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন অন্তত পাঁচজন। দলটির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন গেল নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিজিত প্রার্থী রিয়াজুল ইসলাম রাইজুল, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান শহীদ, বর্তমান চেয়ারম্যান মো. নূর কালাম, আওয়ামী লীগ নেতা দিদারুল হক দিলীপ, লন্ডন প্রবাসী রুবেল মিয়া। এছাড়াও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মাঠে প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শহিদুর রহমান শহীদ বলেন, আমি ৫ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমার সময়ে এলাকার অনেক উন্নয়ন হয়েছে। এলাকাবাসী চান আমি আবারও নির্বাচন করি। আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবো। আশা করছি দল আমাকে মূল্যায়ন করবে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলাম রাইজুল বলেন, গেলবার নৌকা প্রতীকে নির্বাচন করেছি। পরাজিত হওয়ার পরও গত ৫ বছর জনগণের সাথে ছিলাম। দলের সকল কাজে সক্রিয় ছিলাম। দল আমাকে আবারও মূল্যায়ন করবে আশা করি।
দরগাপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনির উদ্দিন মনিরসহ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন অন্তত ৪ জন। নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছেন চারজন। মনোনয়ন পেতে অবস্থানের জানান দিতে প্রচার প্রচারণা ও গণসংযোগের পাশাপাশি দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে সম্ভাব্য প্রার্থীদের।
দরগাপাশা ইউনিয়নের বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবদলের সভাপতি সুহেল মিয়া বলেন, দুঃসময়ে দলের পাশে ছিলাম এবং আছি। সাংগঠনিক সকল কর্মসূচিতে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবো। দল মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ও দরগাপাশা ইউনিয়নের মতো জেলার ১১ উপজেলার বিভিন্ন ইউনিয়নেও প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা গেছে সম্ভাব্য প্রার্থীদের। তবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সাধারণ ভোটাররা। যে নির্বাচিত হয়ে দলমতের ঊর্ধ্বে উঠে গ্রামীণ অবকাঠামো ও সার্বিক জীবন-মানের উন্নয়ন করবেন বলে মনে করেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com