জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার স্বজনশ্রী গ্রামে।
স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ জানান, জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে বৃহস্পতিবার স্বজনশ্রী গ্রামের আপন দুই ভাই লুকুছ মিয়া ও সেবু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আমিনা বেগম, হেপি বেগম ও সেলি বেগম সহ কমপক্ষে ৫ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।