সুনামকণ্ঠ ডেস্ক ::
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশের উন্নয়ন করছেন। সোনার বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত হবে।
বৃহ¯পতিবার (২৬ আগস্ট) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ঢাকার সঙ্গে মতলব তথা চাঁদপুরের যোগাযোগ আরো সহজ করতে কালীপুর-ভবেরচর ব্রিজ করা হচ্ছে। ব্রিজের কাজ দ্রুত এগিয়ে চলেছে। জেলার উন্নয়ন কাজে আপনাদের সবার সহযোগিতা লাগবে।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক মো. নাছিম আখতার, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুল করিম ও সিভিল সার্জন ডা. মো. সখাওয়াত উল্যাহ।
সভায় প্রতিমন্ত্রী সব কর্মকর্তাকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জেলার উন্নয়ন কাজ এগিয়ে নিতে নির্দেশনা দেন।
সভায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মুজমদারসহ সরকারি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বিকেল ৩টায় চাঁদপুর সার্কিট হাউজে জেলার পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন।