স্টাফ রিপোর্টার ::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যায় ষড়যন্ত্রকারীদের বিচারের সম্মুখীন করতে তদন্ত কমিশন গঠন এবং মরণোত্তর বিচার আইন প্রণয়নের দাবিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার সকালে সুনামগঞ্জ কোর্ট প্রাঙ্গণে গণজমায়েত শেষে স্মারকলিপি পেশ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এর আগে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি এস.এম. আব্দুল হাই পীর-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ.বি.এম. ফজলুল করিম (সৈয়দ রাফুল্লাহ)-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, মো. কবির মিয়া, সেক্টর কমান্ডার ফোরাম সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, মো. আব্দুল গফুর, আ.লীগ নেতা নান্টু রায়, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, অ্যাডভোকেট আবুল আজাদ নোমান ও অ্যাডভোকেট হাসান মাহমুদ সাদী। আরও বক্তব্য রাখেন অসীম তালুকদার ফজল, আবর মিয়া পীর, হেলাল মাহমুদ, ফয়ছল আহমদ বাবুল, মাসুক আহমদ, এ কে মিলন আহমেদ, মুজিবুর রহমান মুহিম, এম এ আরমান নোভা চৌধুরী, রুজেল তালুকদার, সুজিত রায় প্রমুখ। পরে ৭ দফা দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।