স্টাফ রিপোর্টার ::
বাঁধন-সুনামগঞ্জ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ বিষয়ক আলোচনা সভা ও শর্টফিল্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের পশ্চিম হাজীপাড়াস্থ বাঁধন-সুনামগঞ্জ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র কার্যালয়ে আলোচনা পূর্ব প্রদশর্নী অনুষ্ঠিত হয়।
বাঁধন-সুনামগঞ্জ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সুনামগঞ্জ শাখার পরিচালক আরিফ মতিন চৌধুরীর সভাপতিত্বে ও সাজাদুর রহমান লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকবিরোধী স্বেচ্ছাসেবী কমিটির সভাপতি নূরে আলম সোহাগ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবরক্ষক ফয়সাল আহমদ, মাদকবিরোধী কমিটির সদস্য আবু সায়িদ, মাসুম আহমদ প্রমুখ।
সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক আবু শাহা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. খসরুজ্জামান।